সিছুয়ান প্রদেশের সরকারী তথ্য অফিসের পরিচালক হৌ সিয়োং ফেই ২৫ মে বিকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২৪ মে পর্যন্ত ২৩টি দেশ ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সিছুয়ান প্রদেশে ১ হাজার ৬২১.৯ টন ত্রাণ-সামগ্রী দিয়েছে।
রাশিয়া তাঁবু,লেপ, কম্বল এবং ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সৌদি আরব সরকার তাঁবু, কার্পেট ও খাদ্যসহ বিভিন্ন সামগ্রী দিয়েছে। পাকিস্তান ও ফিলিপাইন তাঁবু দিয়ে সাহায্য করেছে। ইন্দোনেশিয়া সরকার ওষুধ,খাদ্য ও তাঁবু পাঠিয়েছে।
হৌ সিয়োং ফেই বলেছেন, ভূমিকম্পের পর পরই রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর এবং তাইওয়ান ও হংকং অঞ্চল সাতটি পেশাদার উদ্ধার দল সিছুয়ান প্রদেশে পাঠিয়েছে। বর্তমানে রাশিয়া, জাপান, ব্রিটেন,তাইওয়ান ,হংকং ও ম্যাকাওসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের চিকিত্সাসেবা ,স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষেত্রের ২৭২ সদস্যের মোট দশটি চিকিত্সা দল সিছুয়ান প্রদেশে কাজ করছেন।(লিলু)
|