তিনদিনব্যাপী জি-৮ পরিবেশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৬ মে সকালে জাপানের কোবতে শেষ হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা ২০৫০ সাল নাগাদ গ্রীন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ অর্ধেকে নামানোর আহ্বান জানিয়েছেন।
এবারের সম্মেলনের প্রধান প্রতিপাদ্য ছিল বিশ্ব জলবায়ুর উষ্ণায়ন সমস্যা। অংশগ্রহণকারীরা কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ হ্রাস , দূষণ নিয়ন্ত্রণ , বিশ্ব জলবায়ুর উষ্ণায়ন মোকাবিলা, জীব বৈচিত্র্য রক্ষা ও অবিরাম ব্যবহার ত্বরান্বিত এবং নবায়নযোগ্য অর্থনীতির সমাজ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
জাপানের পরিবেশ মন্ত্রী ইছিরো কামোশিতা সম্মেলনের পর প্রকাশিত এক সার সংকলনে বলেছেন,২০৫০ সাল গ্রীন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ ১৯৯০ সালের তুলনায় অর্ধেকে কমিয়ে তেনানার লক্ষ্য অনুযায়ী উন্নত দেশগুলো নিজেদের গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এবং উন্নয়নশীল দেশগুলো এ নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করবে।--ওয়াং হাইমান
|