জাপানের আসাহি শিম্বুন পত্রিকার এক খবরে জানা গেছে , খাদ্যশস্যের ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিশেষ প্রস্তাবে বিপুল পরমাণে জৈব জ্বালানি উত্পাদনকে খাদ্য মূল্য বৃদ্ধির জন্যে মূলত দায়ী করা হয়েছে । প্রস্তাবে জৈব জ্বালানি উত্পাদন বাড়ানোর লক্ষ্যে ভর্তুকি নীতি বাতিলের আহবান জানানো হয় ।
খাদ্য সমস্যা মোকাবিলার দায়িত্বে নিয়োজিত একজন কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরো বলা হয় , বিপুল পরিমাণে জৈব জ্বালানি উত্পাদন করার ফলে কাঁচামাল হিসেবে খাদ্যশস্যের চাহিদা যেমন বেড়েছে , তেমনি খাদ্য বাজারে আতংক সৃষ্টি হয়েছে । যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো জৈব জ্বালানি উন্নয়ন নীতি পরিত্যাগ করলে বাজারে সুযোগ সন্ধানীদেরকে ঠেকানোর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া যাবে ।
খবরে আরো বলা হয় , খাদ্য সংকট মোকাবিলার দীর্ঘমেয়াদী নীতি হিসেবে জাতিসংঘ আর্থ-সামাজিক পরিষদ আশা করে যে , সংশ্লিষ্ট দেশগুলো নিষ্ঠার সংগে জৈব জ্বালানি উন্নয়ন নীতি পুনর্বিবেচনা করবে ।
|