মিয়ানমারের গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে দুর্গতদের সাহায্য দান বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সম্মেলন ২৫ মে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগুনে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন মিয়ানমারের দুর্গতদের পুনর্গঠনসহ নানা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরো বেশি সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন।
বান কি মুন বলেন, মিয়ানমারকে দেয়া আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম কমপক্ষে ৬ মাস স্থায়ী হওয়া দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত্ সহায় সম্বলহীন দুর্গতদের পুনর্বাসন, স্বাভাবিক উত্পাদন ও জীবনযাত্রা পুনরুদ্ধারে সাহায্য করা। তিনি বলেন, জাতিসংঘ মিয়ানমারের ঘূর্ণিঝড়ে ১৫ লাখ দুর্গতর জন্য ২০ কোটি মার্কিন ডলার জরুরী অর্থ সাহায্য সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।
খবরে জানা গেছে, জাতিসংঘ ও আসিয়ানের উদ্যোগে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। মোট ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।(ইয়ু কুয়াং ইউয়ে)
|