২৫ মে দুপুরে সিছুয়ানের ভূমিকম্প দুর্গতদের জন্য দেয়া শ্রীলংকার তাঁবু, চিকিত্সা সাজ-সরজ্ঞাম ও ওষুধসহ নানা উদ্ধার সামগ্রী ছেংতুতে পৌঁছেছে।
এ দিন দুপুর ১২টায় শ্রীলংকার জনগণের গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে একটি বিমান ছেংতুয়ের শুয়ানলিউ বিমান বন্দরে পৌঁছে। বিমানে আড়াই টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২৭৭টি তাঁবু, ৫৬০ কিলোগ্রাম চিকিত্সা সাজসরঞ্জাম ও ওষুধ, ৬ হাজার দস্তানা, ৫৩,৬৮৫টি কাপড় ও ১৭৫০ কিলোগ্রাম চা পাতা।
চীনে শ্রীলংকার রাষ্ট্রদূত করুনাতিলকা আমুনুগামা বিমান বন্দরে ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শ্রীলংকার জনগণ চীনের সিছুয়ানের দুর্গত অঞ্চলের জনগণকে সর্বাত্মক সাহায্য করবে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|