২৫ মে পূর্ব চীনের চিয়াং সু প্রদেশে প্রথম দিনের পেইচিং অলিম্পিক মশালের হস্তান্তর শেষ হয়েছে ।
চিয়াং সু প্রদেশে প্রথম দিনের মশাল হস্তান্তরে সু চৌ ও নান থুং এ দু'টি শহর অংশ নিয়েছে । সুথুং সেঁতুতে দু'শহরের মশাল হস্তান্তর উদ্বোধন হয় । মোট ২০৮ জন মশালবাহক এতে অংশ নিয়েছেন । প্রথম মশালবাহক ছিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুন চি আন ।
মশাল হস্তান্তরে আগে ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতদের শোক পালন করা হয় । তা ছাড়া , হস্তান্তর অনুষ্ঠানে উদ্ধার ও ত্রাণের জন্য দাতব্য অনুষ্ঠানও আয়োজিত হয়।
সু চৌ শহরে মশাল হস্তান্তরের দৈর্ঘ্য ছিল ১৯.১ কিলোমিটার এবং নান থুং শহরে ২০ কিলোমিটার । (শুয়েই ফেই ফেই)
|