চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২৫ মে দুপুর ১২টা পর্যন্ত সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৬ শো ৬৪ জন । এছাড়া প্রায় ৩ লাখ ৬০ হাজার লোক আহত হয়েছে এবং আরো ২৩ হাজার ৭ শো ৭৫ জন নিখোঁজ রয়েছে ।
২৪ মে ২৪টা পর্যন্ত ত্রাণ কর্মীরা ৬৩ হাজার ৮শোরও বেশি লোককে উদ্ধার ও স্থানান্তর করেছে । ধ্বংস্তূপ থেকে ৬ হাজার ৫ শো ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে ।
২৫ মে দুপুর পর্যন্ত মোট ৮২ হাজার ৯শো আহতকে হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ৩৫১৫ জন হাসপাতালে মারা গেছেন । এখনো ১৮ হাজার মানুষ হাসপাতালে চিকিত্সাধীন আছেন ।
২৫ মে দুপুর ১২টা পর্যন্ত দুর্গত অঞ্চলের জন্য দেশ বিদেশের মোট ২৯ বিলিয়ন ইউয়ানের সাহায্য পাওয়া গেছে । ২৫ মে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন স্তরের সরকার ভূমিকম্পের ত্রাণ ও উদ্ধার কাজে মোট ১৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি ইউয়ান অর্থ ব্যয় করেছে । (শুয়েই ফেই ফেই)
|