চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , দুর্গতদের পুনর্বাসন করা হচ্ছে বর্তমান ভূমিকম্প মোকাবিলা ও ত্রাণকাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য । তিনি আশা করেন , অন্তর্বর্তী আবাসনের ঘর তৈরি ও সংযোজনের কাজে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান পুরোদ্যমে কাজ করে দুর্গত এলাকাগুলোর জনগণের পুনর্বাসনে নিজ নিজ অবদান রাখবে ।
তিনদিন আগে হু চিন থাও চে চিয়াং প্রদেশের হু চৌ শহরে গিয়ে তাঁবু উত্পাদনের কাজ পরিদর্শন করেন । আজ তিনি আবার হোপেই প্রদেশের লাং ফাং শহরে গিয়ে সরেজমিনে অন্তর্বর্তী আবাসনের ঘর তৈরির অবস্থা পরিদর্শন করেন ।
তিনি জোর দিয়ে বলেন , বর্তমানে একদিকে ভূমিকম্প মোকাবিলা ও ত্রাণকাজ জোরদার করতে হবে । অন্যদিকে আর্থ-সামাজিক বিকাশের কাজও জোরদার করতে হবে ।
উল্লেখ্য যে, এখন ওয়েনছুয়ান ভূমিকম্প কবলিত ১ কোটি ৪০ লাখেরও বেশি লোকের পুনর্বাসন করা প্রয়োজন । চীন সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে , দুর্গত এলাকাগুলোর জন্যে বিপুল সংখ্যক তাঁবু সরবরাহ করার পাশাপাশি প্রথম দফায় অন্তর্বর্তী আবাসনের ১০ লাখ ঘর তৈরির জন্যে বিশেষ অর্থ বরাদ্দ করা হবে ।
|