বিদেশে অবস্থানরত প্রবাসী চীনা , চীনা পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের কর্মী এবং চীনা ছাত্রছাত্রীরা এখনো চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ানের প্রলয়ংকরী ভূমিকম্পের বিপর্যয়ের ওপর সজাগ দৃষ্টি রাখছেন । এ বিপর্যয়ে নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি তারা দুর্গতদের জন্যে তাদের সাহায্য অব্যাহত রেখেছেন ।
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রবাসী চীনা ও চীনা ছাত্রছাত্রীরা সম্প্রতি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আড়াই লাখ নিউজিল্যান্ড ডলার চাঁদা তুলেছেন ।
শনিবার ভিয়েতনামের চীনা বাণিজ্য সমিতি একটি কার্যক্রমের মাধ্যমে ৪ লাখ ইউয়ান চাঁদা সংগ্রহ করেন এবং দুর্গত এলাকাগুলোতে পাঠানোর জন্যে ভিয়েতনামে চীনা দূতাবাসকে অনুরোধ করেন ।
এর আগে বেলজিয়ামে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের দেয়া চাঁদার পরিমাণ ২০ হাজার ইউরোর কাছাকাছি ।
|