২৪ মে সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ভূমিকম্প উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনাকারী চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ইং সিউ জেলার ত্রাণস্থলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত করেছেন।
ওয়েন চিয়া পাও বলেন, তিনি চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে বিশেষ করে চীনের ভূমিকম্প কবলিত অঞ্চলে এসে সমাবেদনা জানারোর জন্য ধন্যবাদ জানায়। তিনি আরো বলেন, চীনা জনগণ বিশ্বাস করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সাহায্যে চীনের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণকাজ ফলপ্রসূ হবে।
বান কি মুন বলেন, জাতিসংঘ চীনের দুর্গত অঞ্চলের পুনরুদ্ধার কাজে সাধ্যমতো সমর্থন ও সাহায্য করবে।--খোং
|