২৪ মে দুপুর ১২টা পর্যন্ত সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০হাজার ৫৬০ এবং নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২২১ ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগ রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রানের সদর দপ্তরের নির্দেশে চীনের বেসামরিক মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ঘোসনা দিয়েছে যে , ২৪ মে ১২টা পর্যন্ত দেশবিদেশের মোট ২৬.১ বিলিয়ন রেনমিনপি মূল্যের সামগ্রী ও অর্থ সাহায্য গ্রহণ করা হয়েছে ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ২৪ মে দুপুর ১২টা পর্যন্ত মোট ৭৫ হাজার আহত লোকচিকিত্সা গ্রহণ করেছেন এবং ২৩ হাজার ৮০০ লোক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ।
অর্থ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ২৪ মে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্তরের গণ সরকার উদ্ধার ও ত্রাণ কাজে মোট ১৫.১ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে ।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী ২৪ মে সকাল ভূমিকম্পে ধ্বংস হওয়া সানসি প্রদেশের পাওচি থেকে সিছুয়ান প্রদেশের ছেংতু শহর পর্যন্ত স্থায়ী রেলপথের ১০৯ নম্বর সুড়ংগপথ মেরামত করা হয়েছে এবং পথটি দিয়ে ত্রাণ সামগ্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে । এর মধ্য দিয়ে , দক্ষিণপশ্চিম ও উত্তরপশ্চিম চীনের মধ্যে সংযোগ রক্ষাকারী পাওচি-ছেংতু রেলপথ সার্বিকভাবে চালু হয়েছে ।--চুং শাওলি
|