চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ২৪ মে পেইচিংয়ে জোর দিয়ে বলেন, চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কোন্নয়ন হচ্ছে চীনের কূটনীতির সর্বোচ্চ অগ্রাধিকার।
সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাক্ষাতের সময় সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট মেদভেদেভের এবারের সফরে প্রমাণিত হয়েছে যে, চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। চীন এই সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। চীনা জনগণের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজে মূল্যবান সমর্থন দেয়ার জন্য রাশিয়ার প্রতি সি চিন পিং কৃতজ্ঞতা জানিয়েছেন।
মেদভেদেভ বলেন, তাঁর আদেশ অনুযায়ী, উদ্ধার সামগ্রীবাহী আরো দশ বারোটি রাশিয়ার বিমান দুর্গত অঞ্চলে যাচ্ছে। রাশিয়া অব্যাহতভাবে চীনকে সহায়তা করবে। তিনি আরো বলেন, রাশিয়া ও চীনের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের জন্য রাশিয়া সর্বাত্মক চেষ্টা চালাবে। এর পাশাপাশি চীনের সঙ্গে এবারের সফরকালে দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তি ও মতৈক্য বাস্তবায়ন করবে এবং দু'পক্ষের সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|