চীনের রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদরদপ্তরের ত্রয়োদশ অধিবেশন ২৩ মে রাতে ট্রেনে অনুষ্ঠিতহয়েছে । চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের মহাপরিচালক ওয়েন চিয়াপাও অধিবেশন পরিচালনা করেছেন । অধিবেশনে স্বাস্থ্য রক্ষা এবং গণ স্বাস্থ্যহানিকর সংক্রামক রোগ প্রতিরোধমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে এবং পুনর্গঠন বিষয়ক দল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
অধিবেশনে উল্লেখ করা হয়েছে , দুর্যোগ পরবর্তী গুরুতর সংক্রামক রোগ বিস্তার রোধ নিশ্চিত করা বর্তমানের একটি জরুরী কাজ । এ বিষয়টিকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত । সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করতে হলে চারটি বিষয়ের ওপর নজর রাখতে হবে । এক , সংক্রামক রোগ প্রতিরোধে পর্যাপ্তপ্রকৌশলী ও তত্ত্বাবধানকারীর নিশ্চয়তা বিধান করতে হবে । দুই , সংক্রামক রোগ প্রতিরোধের প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে । তিন , দূষণ সৃষ্টির উত্স ধ্বংসকরে দিতে হবে এবং দুষণের বিস্তার রোধ করতে হবে এবং সবশেষে পানি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
অধিবেশনে উল্লেখ করা হয় , দুর্যোগ পরবর্তীপুনর্গঠন একটি দীর্ঘস্থায়ী ও কঠিন কাজ । তাই সর্বপ্রথমে ভালভাবে পরিকল্পনা তৈরী করতে হবে । পুনর্গঠন বিষয়ক দল উন্নয়ন ও সংস্কার কমিটি , সিছুয়ান প্রাদেশিক সরকার , আবাসন নির্মাণ মন্ত্রণালয় এবং অন্যান্যসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত হবে । --চুং শাওলি
|