চীনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৩ মে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো ৯৭জন মহামারী প্রতিরোধকর্মীকে সিছুয়ানের ভূমিকম্প দুর্গত অঞ্চলে পাঠিয়েছে। এখনো দুর্গত অঞ্চল থেকে ভয়াবহ সংক্রামক রোগ বা আকস্মিক গণ স্বাস্থ্য হানিকর ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, চিকিত্সাকর্মীরা দুর্গত অঞ্চলে সংশ্লিষ্ট কাজ চালিয়ে যাচ্ছেন।
২৩ মে বেলা ১২টা পর্যন্ত ভূমিকম্ দুর্গত অঞ্চলে সিছুয়ানের ৫০ হাজার ৬শ' ৬৭জন চিকিত্সাকর্মী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮ হাজার ৫শ' ৮৯জন কাজ করছিলেন। সামরিক বাহিনী বা অন্য বিভাগের ২৭ হাজার ২শ' ৬১জন চিকিত্সা কাজ অংশ নিয়েছেন।
২৩ মে বেলা ১২টা পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫৫ হাজার ৭শ' ৪০জন। এছাড়া ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার মানুষকে জরুরী ভিত্তিতে স্থানান্তরিত করা হয়েছে।–খোং চিয়া চিয়া
|