স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ বা সিআইএস দেশগুলোর সরকারী শীর্ষ পরিষদের অধিবেশন ২৩ মে বেলারুশের রাজধানী মিনস্কে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা প্রধানতঃ সিআইএসের মধ্যকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং একত্রীকরণ প্রক্রিয়া দ্রুততর করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
অধিবেশনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সিআইএসের ভিতরে নানা ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করার উদ্দেশ্যে বেশ কিছু প্রস্তাব করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ২০১০ সালে বিভিন্ন দেশ যৌথভাবে সোভিয়েট ইউনিয়নের প্রতিরক্ষা যুদ্ধের ৬৫তম বিজয় বার্ষিকী উদযাপন। এ সময় সংশ্লিষ্ট স্মারক পদক ও স্মারক মুদ্রা প্রকাশিত হবে এবং বিভিন্ন দেশের দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বৃদ্ধ সৈন্যদেরকে সিএইএস অঞ্চলে বিনা খরচে গণ যানবাহনে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। পুতিন বলেন, সিআইএস-এর কিছু দেশের সরকারী নেতারা এ অঞ্চলে রুশ ভাষার প্রসার বাড়ানো এবং সাংস্কৃতিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।
বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেয় সিদোরস্কি সিআইএস-এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুততর করার প্রস্তাব করেছেন এবং এ বছরের মধ্যে সিআইএসের অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত খসড়া নির্ধারণের কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|