চীনের সিছুয়ানের ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্পে শেনশি প্রদেশের পাওচি থেকে সিছুয়ান প্রদেশের ছেংতুগামী রেলপথের গুরুতর বিধ্বস্ত ১০৯ নম্বর সুড়ঙ্গের জরুরী মেরামত সম্পন্ন হয়েছে। ২৪ মে সকালে এ রেলপথে আবার স্বাভাবিক রেল যোগাযোগ শুরু হয়েছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী চাং দে চিয়াং ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শনের সময় বলেন, ১০৯ নম্বর সুড়ঙ্গের জরুরী মেরামত ও পাওচি থেকে ছেংতুগামী রেলপথের স্বাভাবিক পরিবহন পুনরুদ্ধারের ফলে সিছুয়ানের দুর্গত অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কাজ এবং পুনর্বাসনের জন্য ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে। তিনি জোর দিয়ে বলেন, পাওচি থেকে ছেংতুগাম রেলপথ পুনরায় চালু করার পর উত্তর-পশ্চিম চীন থেকে দক্ষিণ-পশ্চিম চীনে যাওয়ার প্রধান রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার কাজ জোরদার করতে হবে।
উল্লেখ্য যে, পাওচি থেকে ছেংতুগামী রেলপথের দৈর্ঘ্য ৬৬৯ কিলোমিটার। এটা হচ্ছে উত্তর-পশ্চিম চীন ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পাহাড়ী রেলপথ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|