চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তার দু'দিনব্যাপী চীন সফরের লক্ষ্যে ২৩ মে বিকেলে পেইচিং পৌঁছেছেন । এ দিন বিকেলে মহা গণ ভবনে দু'দেশের প্রেসিডেন্টদ্বয় বৈঠকে মিলিত হয়েছেন ।
বৈঠকে হু চিন থাও বলেন , প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মেদভেদেভ চীন সফরে এসেছেন । এ থেকে বোঝা যায় , রাশিয়া সরকার ও প্রেসিডেন্ট দু'দেশের সম্পর্কের ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে । এবারকার সফর অবশ্যই দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য নতুন প্রাণবন্ত শক্তি যোগাবে এবং দু'দেশের অংশিদারিত্বের সম্পর্ক আরো গভীরে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন । (থান ইয়াও খাং)
|