২২ মে সিছুয়ানের রাজধানী ছেংতুয়ের নতুন উচ্চ প্রযুক্তিগত শিল্প উন্নয়ন অঞ্চলের অনেক বিদেশী শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা আমাদের সংবাদদাতাকে বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তারা চীন সরকার ও জনগণের উদ্ধার ও ত্রাণ প্রক্রিয়ার সামর্থ্য ও চেতনার প্রশংসা করেছেন।
চীনে এরিকসোন টেলিযোগাযোগ লিমিডেট কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, মালয়েশিয় প্রবাসী চীনা আলফ্রেড লিং বলেন, 'ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণের জন্য চীন সরকারের নেয়া সব ব্যবস্থা আমার মনে গভীর দাগ কেটেছে। আমি আমার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অনেক বন্ধুকে এ কথা বলেছি। আমি কোন চীনার মুখে চীন সরকারের বিরুদ্ধে অভিযোগের কথা শুনি নি। তারা সরকারের প্রয়াসে অত্যন্ত সন্তুষ্ট। ত্রাণ ও উদ্ধার অভিযানকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও অনেক হৃদয়স্পর্শী কথা বলেছেন। তাও আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।'
সিঙ্গাপুরের টেলিযোগাযোগ প্রযুক্তি ছেংতু লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার উইলিয়াম গান কিয়ান হক বলেন, 'চীন সরকার এবার খুব ভাল কাজ করেছেন। তা ছাড়া সবাই সুস্পষ্টভাবে দেখেছেন, কী কী ঘটেছে? বিদেশের পত্রিকাও চীনের প্রশংসা করেছে।' (ইয়ু কুয়াং ইউয়ে)
|