চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভর ডমিট্রি মেডভেডেভের সফরসঙ্গী রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার জুকোভের সঙ্গে ২৩ মে বৈঠক করার সময় চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ছি সেন বলেছেন, আর্থ-বাণিজ্যিক ও জ্বালানী সহ বিভিন্ন ক্ষেত্রে চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত করতে ইচ্ছুক । চীন-রাশিয়ার প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বৈঠক দু'দেশের বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া ও কৌশলগত অংশীদারীত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন তরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । আর্থ-বাণিজ্যিক , জ্বালানী, পরমাণু শক্তি, টেলিযোগাযোগ ও বে-সামরিক বিমান চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসরিত করতে ইচ্ছুক ।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী বলেন, বতর্মানে রাশিয়া-চীন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে । দু'দেশের বাস্তব সহযোগিতা চালানোর জন্য দু'দেশের যৌথ প্রচেষ্টা এখন জরুরী ।
|