২৩ মে সকাল ১০টা পর্যন্ত চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে ভয়াবহ ভূমিকম্প মোকাবেলায় চীনকে দেয়া আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর জরুরী ত্রাণ সাহায্যের পরিমাণ ২.০৫৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে ।
গত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়া , ইতালি , কিউবা , মার্কিন সাহায্যকারী সংস্থা-ইউ এস এইড ও তুর্কমেনিস্তানসহ বিভিন্ন দেশ ও সংস্থা চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ানের ভূমিকম্প কবলিত এলাকায় নগদ টাকা ও চিকিত্সা সামগ্রী পাঠিয়েছে ।
জানা গেছে , ২৩ মে অস্ট্রেলিয়া চীনের ভূমিকম্প কবলিত এলাকায় আরো ৯.৫ লাখ মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী প্রদান করেছে । এর আগে অস্ট্রেলিয়া দুর্গত এলাকায় ৯.৫ লাখ মার্কিন ডলার জরুরী অর্থ সাহায্য দিয়েছিল ।
চীনকে দেয়া ইতালির ৩৩ লাখ ইউরোর ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ ২৩ মে দুর্গত এলাকায় পৌঁছানো হয়েছে । ২২ মে সকালে ইউ এস এইড-এর চীনকে দেয়া ৮.১৫ লাখ মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী সিছুয়ানের ছেনতুতে পাঠানো হয়েছে । (থান ইয়াও খাং)
|