জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৩ মে মিয়ানমারের রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শু-এর সঙ্গে মিয়ানমারের নতুন রাজধানী ন্যাপিদত্ত-য়ে এক বৈঠকে মিলিত হবেন ।
বৈঠক শেষে বান কি মুন বলেন , ঘূর্ণি ঝড় দুর্গতদের সাহায্য করতে মিয়ানমারে প্রবেশের জন্য সিনিয়র জেনারেল সকল বিদেশী ত্রাণ কর্মীদের অনুমতি দিয়েছেন । তিনি বলেন , এ বিষয়ে সিনিয়র জেনারেল ব্যাপক সংযম প্রকাশ করেছেন ।
আন্তর্জাতিক ত্রাণ তত্পরতায় সহায়তা প্রদানের জন্য বান কি মুন ২২ মে সকালে ইয়াংগুণে পৌঁছান এবং মিয়ানমারের প্রধানমন্ত্রী তেইন সেইন এবং রেডক্রস সোসাইটি ও অন্যান্য বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন । তিনি ঘূর্ণি ঝড়ে সবচেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত আয়েইয়ারদি বদ্বীপ এলাকাও পরিদর্শন করেছেন ।
ব্যাংককে অবস্থানের সময় বান কি মুন বলেন , মিয়ানমারের সকল প্রকার আন্তর্জাতিক ত্রাণ সাহায্যকে রাজনীতির সঙ্গে সম্পৃত্ত করা উচিত নয় । দুর্যোগ প্রতিরোধ তত্পর যাতে সফল ও কার্যকরভাবে চালানো যায় , সেজন্য জাতিসংঘ আসিয়ান ও মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালাবে । (থান ইয়াও খাং)
|