|
|
(GMT+08:00)
2008-05-23 19:16:15
|
|
চীনের দুর্গত এলাকায় বিশ্ব সম্প্রদায়ের ত্রাণ সাহায্য অব্যাহত থাকবে
cri
সিচুয়ানের ত্রাণ কাজ ও দুর্যোগোত্তর পুনর্গঠনের জন্য বিশ্ব সম্প্রদায়ের ত্রাণ সাহায্য অব্যাহত থাকবে। ২২ মে আজেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনে আর্জেন্টিনার প্রথম দফা ত্রাণ সামগ্রী পৌঁছেছে। প্রথম দফা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪০টি মাঠ পযার্য়ের তাবু ও ৫টি বিরাটাকারের তাবু । আর্জেন্টিনার দ্বিতীয় দফা মানবিক সাহায্যও প্রেরণের জন্য প্রস্তুত রয়েছে । দু'জন ত্রাণ সাহায্যকারী সহ বিপুল পরিমাণ স্বাস্থ্য সহায়তা সামগ্রী নিয়ে একটি মালবাহী বিমান চীনের দুগর্ত এলাকার পথে রয়েছে । পাকিস্তান সরকার চীনকে আরও ১০ হাজার তাবু সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে । এ পযর্ন্ত পাকিস্তান চীনকে মোট ২২২৬০টি তাবু দিয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমের দেয়া ৮ লাখ ১৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ ত্রাণ সামগ্রী সিচুয়ানের চেংতুতে পৌঁছেছে । এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে উদ্ধার ও ত্রাণ কাজে ব্যবহার্য সরঞ্জাম । তুর্কমেনিস্তানের ত্রাণ সামগ্রী চীনের গানসু প্রদেশের ল্যানযৌ বিমান বন্দরে পৌঁছেছে। এ ২৩টন সামগ্রীর মধ্যে রয়েছে লেপ, তোষক বালিশ , ওষুধ ও আংশিক চিকিত্সা সরঞ্জাম । ২২ মে অষ্ট্রেলিয়ার ওয়েস্ট প্যাসিফিক ব্যাংক চীনে অষ্ট্রেলিয়া দূতাবাসের মাধ্যমে দুর্গত এলাকার জন্য ১ লাখ অষ্ট্রেলিয়ান ডলার দিয়েছে। মওরিতানিয়ার ব্যাংক চীনের দুর্গত এলাকায় ২ লাখ মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|
|
|