v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-23 19:12:17    
ভারতের চীনা কোম্পানির ভারতীয় কর্মীরা সোত্সাহে দুর্গতদের সাহায্য করছেন

cri
    চীনের সি ছুয়ানের ওয়েন ছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের নাগরিকরা নানা উপায়ে চীনের দুর্গতদের সাহায্য দিয়েছে । ভারতে চীনের অর্থবিনিয়োগে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ভারতীয় কর্মীরা স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করে চীনের দুর্গতদের পাঠিয়েছেন ।

    পূর্ব ভারতের ওরিষ্যা রাজ্যের শিল্প নগর ঝারসুগুদায় চীনের সান তুং প্রদেশের বিদ্যুত কোম্পানির একটি প্রকল্প-সেপকো তিনে কর্মরত ভারতীয় শ্রমিক , প্রবাসী চীনা কর্মী ও তাদের পরিবারপরিজন ও স্থানীয় ব্যবসায়ীরা চীনা দুর্গতদের সাহায্যের জন্য সম্প্রতি আর্থিক সাহায়্য সংগ্রহের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে । এ অনুষ্ঠানের অন্যতম সংগঠক রায়ান লাক্ষী বলেন , সেপকো তিন হলো একটি বড় পরিবার । এ পরিবারে আমাদের কাজের দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু পেয়েছি । এ পরিবারের সদস্য হিসেবে আমি মনে করি , চীনা জনগণ আমার পরিবার পরিজন । তাদের দুঃখকষ্টের সময় চীনা কর্মীর মতো আমাদেরও দ্বিধা না করে আমাদের হাত বাড়ানো উচিত । আমাদের অবশ্যই চীনের দুর্গত অঞ্চলের ভাইকে সাহায্য দিতে হবে , যাতে তারা কঠিন সময় কাটিয়ে জন্মস্থান পুনর্নিমান করতে পারেন ।

    লাক্ষীরপ্রস্তাবে অনুষ্ঠানে সবাই ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশের জন্য দাঁড়িয়ে দু মিনিট নীরবতা পালন করেন । অনুষ্ঠানে এক শ' বিশজন ভারতীয় কর্মী লাইনে দাঁড়িয়ে নগদ টাকার দান করেছেন । একজন নারী কর্মী বলেন , আমরা চীনের দুর্গত অঞ্চলকে সাধ্যমত আর্থিক অনুদান দিতে চাই , যাতে আমাদের চীনা বন্ধুরা সাহায্য পেয়ে নতুন জীবন শুরু করতে পারেন । আমরা দুর্গতদের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি ।

    এ কোম্পানি ভারতীয় কর্মীদের আর্থিক অনুদান দেখে কর্মস্থলের শ্রমিকরা আর্থিক অনুদানের ইচ্ছা প্রকাশ করেছেন । আয় সীমিত হলেও তারা কয়েক রুপি অনুদান দিয়েছে । একজন শ্রমিক বলেন , আমার টাকা কম , তাই শুধু কয়েক রুপি দিতে পারি । তবু আমি বিশ্বাস করি , এক রুপি দিলেও চীনাদের উদ্ধার কাজে লাগবে ।

    এ কোম্পানির কয়েকজন প্রবাসী চীনা কর্মীও অনুষ্ঠানে গিয়ে টাকা অনুদান করেছেন । প্রবাসী চীনা কু সি ছাই বলেন , যদিও আমি ভারতে থাকি , তবু আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি । মাতৃভূমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে , আমাকে সাহায্য করতেই হবে ।

    এ অনুষ্ঠানে আরেকজন সাহায্যকারী সবার দৃষ্টি আকর্ষণ করেছে । তিনি হচ্ছেন ভারতীয় কর্মী বেহেরার বাবা । তিনি বলেন , ভারতে চীনা কোম্পানিগুলো স্থানীয় অর্থনীতির উন্নয়ন তরান্বিত করেছে । চীনাদের অসুবিধার সময় আমরা বসে থাকতে পারি না । তিনি আরো বলেন , আমার ছেলে চীনা কোম্পানি সেপকো-তিনের কর্মী । গত কয়েক বছরে আমার ছেলের কাজের দক্ষতা ও চিন্তা-ভাবনার অনেক অগ্রগতি হয়েছে । মাঝেমধ্যে আমি তার কাছ থেকে চীনের উন্নয়ন সম্পর্কে শুনি । আমি জানি সেপকো- তিন কোম্পানি মানুষদের সাহায্য করার লক্ষেদাতব্য কাজ যাচ্ছে । যেমন চক্ষু হাসপাতাল নির্মাণে অর্থ অনুদান ও স্কুলবয়সী ছেলেমেয়েকে সাহায্য করা ইত্যাদি । এবার চীনে এত বড় ভয়াবহ ভূমিকম্প ঘটেছে , এত বেশি মানুষ এতে হতাহত হয়েছে যা সত্যিই বেদনাদায়ক। ঝারসুগুদার একজন নাগরিক হিসেবে চীনের দুর্গতদের সাহায্য করতে পেরে আমি নিজেকে গণ্য মনে করি ।

আসলে শুধু ভারতীয় কর্মী , শ্রমিক ও প্রবাসী চীনা নয় , এ চীনা কোম্পানির স্থানীয় অংশীদার ভেদানটা সম্পদ কোম্পানি , টাটা কোম্পানি ও গামোন কোম্পানিও স্বেচ্ছায় আর্থিক অনুদান করেছে । ভারতে চীনা কোম্পানিগুলো ও ভারতীয় নাগরিকরা অলিম্পিক মশাল হস্তান্তরের মত সীমাহীন ভালোবাসা হস্তান্তর করেছে ।