২৩ মে চীনের সি ছুয়ানের ভূমিকম্প দুর্গত অঞ্চলে দক্ষিণ কোরিয়ার পাঠানো আন্তর্জাতিক ত্রাণদলের ৪৪জন কর্মী ত্রাণকাজ শেষে সিউলে ফিরে গেছেন।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার ত্রাণদল সি ছুয়ানের শি ফাং শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ছ'দিনব্যাপী চালিয়ে ২৭জন মানুষের মৃতদেহ উদ্ধার করেছে।
দক্ষিণ কোরিয়ার অগ্নি নির্বাপক ও দুর্যোগ প্রতিরোধ বিভাগের খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার উদ্ধারকাজ চীন ও বিদেশী তথ্য মাধ্যমের উচ্চ প্রশংসা পেয়েছে। স্বদেশে ফিরে যাওয়ার আগে ত্রাণদলটি ২০ লাখ ইউয়ানের তাঁবু ও বিদ্যুত উত্পাদন যন্ত্রসহ বিভিন্ন স্থাপনা সিছুয়ান প্রদেশকে দিয়ে গেছে।
|