মার্কিন প্রেসিডেণ্ট জর্জ বুশ ২২ মে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিন ফোর্ট ব্র্যাগে এক ভাষণে বলেছেন, ইরাক থেকে যুক্তরাষ্ট্র আগাম সৈন্য প্রত্যাহার করলে, এর পরিনাম খুব খারাপ হবে।
বুশ বলেন, ইরাকে সার্বিক সাফল্যের আগে মার্কিন সৈন্য প্রত্যাহার করার অর্থ হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা সন্ত্রাসীদের কাছে একটি সংকেত পাঠানো আর এ সংকেত হচ্ছে এটাই- যুক্তরাষ্ট্র দুর্বল এবং দীর্ঘ দিনের যুদ্ধ করার সাহস নেই। সেইজন্য "৯.১১" ঘটনা আবার যুক্তরাষ্ট্রে ঘটতে পারে।
একই দিন ইরাকস্থ মার্কিন সেনাবাহিনীর জেনারেল ডেভিড পেট্রাউস সিনেটের একটি শুনানিতে সেপ্টেম্বর মাসের আগে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব উত্থাপনের কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ইরাক থেকে অতিরিক্ত তিন ব্রিগেড সৈন্য প্রত্যাহার করা হয়েছে বলে জানান। ইরাকের পরিস্থিতি দিন দিন ভালোর দিকে যাচ্ছে। গত সপ্তার সহিংস ঘটনাও গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
(ওয়াং তান হোং)
|