২২ মে ইউ এস এ আই ডি, তুর্কমেনিস্তান এবং রাশিয়া চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলে ত্রাণ-সামগ্রী ও চিকিত্সা সাহায্য দিয়েছে।
এদিন সকাল ইউ এস এ আই ডি চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলের সাধারণ জনগণকে ৮ লাখ ১৫ হাজার ইউয়ানের সম্পরিমান ত্রাণ-সামগ্রী সি ছুয়ান প্রদেশের ছেং তুয়ে পাঠিয়েছে। এসব ত্রাণ-সামগ্রীর মধ্যে ত্রাণ ও আহতদের সেরে উঠার সাজ-সরঞ্চাম কাজে লাগানো।
দুর্গত অঞ্চলে তুর্কমেনিস্তানের পাঠানো ত্রাণ-সামগ্রী ২২ মে চীনের কান সু প্রদেশের লান চৌ শহরের চুং ছুয়ান বিমান বন্দরে পৌঁছার কথা ছিল। এ সব ত্রাণ-সামগ্রী প্রায় ২৩ টনে দাঁড়িয়েছে। এর মধ্যে লেপ তাষক, বালিসসহ ঔষধ এবং কিছু চিকিত্সা সাজ-সরঞ্চাম রয়েছে, যা দুর্গত অঞ্চলের সাধারণ জনগণের জন্য সব বেশি জরুরি ।
২২ মে দুপুর পর্যন্ত রুশ ভ্রাম্যমান হাসপাতাল সি ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলে মোট ৪৭ আহতদেরকে চিকিত্সা গ্রহণ দিয়েছে।--ওয়াং হাইমান
|