১২ মে সিছুয়ানের ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প সিছুয়ানের কিছু অঞ্চলে গুরুতর জানমালের ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। সিছুয়ানের রাজধানী ছেংতু থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ওয়েনছুয়ানের সরাসরি দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম। যদিও ছেংতু শহরে ভূমিকম্পের ফলে বিরাট ক্ষয়ক্ষতি হয় নি। তবু ছেংতু-এর অধিবাসীদের স্বাভাবিক উত্পাদন ও জীবনযাত্রার ওপর গুরুতর প্রভাব পড়েছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা ছেংতু-এর হাই-টেক উন্নয়ন অঞ্চলে গিয়ে সেখানকার বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর সাক্ষাত্কার নিয়েছেন। অনেক শিল্প প্রতিষ্ঠানের উত্পাদন আবার শুরু হয়েছে। এখন সেখানকার পরিবেশ ও শৃঙ্খলা স্বাভাবিক হয়েছে। চীনের অর্থনীতি আসরে আমি এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো।
ছেংতু-এর নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চলে মোট ৬ হাজারেরও বেশি নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৫০০টি হচ্ছে বিদেশী বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান। বিশ্বের ৫০০টি সেরা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ইন্টার ও আইবিএমসহ বিশটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান এখানে রয়েছে। ভূমিকম্পের পর এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোর উত্পাদন মোটামুটি বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের পর দ্বিতীয় দিন থেকে উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সবই তত্পর হয়ে উঠেছে। এক দিকে তারা এই অঞ্চলের পানি ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করেছে। অন্য দিকে, শিল্প প্রতিষ্ঠানগুলোতে গিয়ে বাস্তব অবস্থা এবং চাহিদা জানিয়ে উত্পাদন পুনরায় শুরু করার জন্য বিদ্যমান সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সার্বিকভাবে পরিসেবা দিয়ে আসছে। ছেংতু শহরের নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা চিং কাং জানিয়েছেন, 'গত কয়েক দিনে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা জানার জন্য অনেক সময় ব্যয় করেছি। কর্মচারীদের নিরাপদে শিল্প প্রতিষ্ঠানে এসে কাজ করতে পারেন, এর জন্য আমরা কারখানা ও অফিস ভবনগুলোর গুণ পরিক্ষা করেছি। দেখি ভূমিকম্প এখানকার ভবনগুলোর ওপর কোন মারাত্মক প্রভাব পড়েছে কি?'
১৮ মে পর্যন্ত ছেংতু শহরের নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চলের ২৬১টি শিল্প প্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধার হয়েছে। এ সংখ্যা হচ্ছে এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট সংখ্যার ৭৫ শতাংশ। ছেংতু শহরের নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষের জরুরী পরিসেবা কাজের দরুণ কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান ভূমিকম্পের পর দ্বিতীয় দিনে উত্পাদন শুরু করে। যেমন ঔষধ উত্পাদনকারী ডিও গোষ্ঠী, অপটিক্যাল কেবল উত্পাদনকারী কাংনিং কোম্পানি এবং বিমান মেরামতকারী হাইটে গোষ্ঠী। তারা ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজের জন্য মজবুত ও বাস্তব নিশ্চয়তা দিয়েছে। ছেংতু-এর হাই-টেক উন্নয়ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা চিং কাং বলেন, 'আমাদের উন্নয়ন অঞ্চলে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠানের উত্পাদিত পণ্য দুর্গত অঞ্চলের চাহিদা মেটাতে পেরেছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ভালোভাবে তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে।'
জানা গেছে, ভূমিকম্পের পর ছেংতু হাই-টেক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষ শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভূমিকম্পের সংশ্লিষ্ট তথ্য জানানোর জন্য এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করেছে। তা ছাড়া, হাই-টেক উন্নয়ন অঞ্চল সময় মতো বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের ডেকে অধিবেশন করেছে। তারা বিদেশী বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা জানতে চেয়েছে এবং উত্পাদন পুনরুদ্ধরের জন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করে। যদিও এখন পর্যন্ত কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেমন ইন্টারসহ কিছু তথ্য প্রযুক্তিগত পণ্য উত্পাদন শিল্প প্রতিষ্ঠান পরোঘাতের কারণে এখনো উত্পাদন রায় শুরু হতে পারে নি। তবু সকল বিদেশী বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান হাট-টেক উন্নয়ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের প্রয়াসের স্বীকৃতি জানিয়েছে এবং ছেংতু-এর বিনিয়োগ পরিবেশের ওপর এখনো তারা আস্থাবান রয়েছে। চিং কাং বলেন, 'এখন পর্যন্ত ছেংতুয়ে স্থাপিত ইন্টার, আইবিএম ও নোকিয়াসহ সকল বিদেশি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান সরকারের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের সদর দপ্তরকে জানায় যে, ছেংতু শহরে কোন সমস্যা নেই।'
চিং কাং বলেন, ভূমিকম্প কেবল একটি অস্থায়ী উপাদান, দীর্ঘকাল ধরে এর প্রভাব পড়বে না। শিল্প রূপান্তরের ক্ষেত্রে সিছুয়ানের প্রাধান্য, যেমন সম্পূর্ণ অবকাঠামো, যথেষ্ঠ জ্বালানি সরবরাহ, সস্তা জমি ও জনশক্তির মূল্য নানা প্রাধান্য এখনো বজায় রয়েছে।
'আমাদের বিনিয়োজিত পরিবেশের ওপর তেমন এ একটা প্রভাব পড়ে নি। আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোও বিনষ্ট হয় নি। ছেংতু এখনো একটি বিদেশি পুঁজি বিনিয়োগের ভালো জায়গা।'
চিং কাং বলেন, এবারের ভূমিকম্পে ছেংতু শহরের কেন্দ্রস্থলের ক্ষয়ক্ষতি হয় নি। ছেংতু-এর নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন অঞ্চলের জরুরী অবস্থা মোকাবিলা ব্যবস্থা অতি পরিপূর্ণ। তারা বাস্তব কার্যকলাপ দিয়ে প্রমাণ করেছে যে, ছেংতু-এর বিনিয়োগ পরিবেশ পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। তারা শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সুষ্ঠু সমর্থন সরবরাহ করতে পারে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|