দুই তীরের স্বদেশীয়দের মিলিত প্রচেষ্টায় তাইওয়ানের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে । দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন দুই তীরের স্বদেশীয়দের অভিন্ন আশা-আকাংক্ষা ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে । ২২ মে দুই তীরের সম্পর্ক প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রধান ছেন ইউন লিন এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , বর্তমানে দুই তীরের সম্পর্ক উন্নয়নের সুষ্ঠু প্রবণতা দেখা দিয়েছে । মূলভূভাগ অব্যাহতভাবে দুই তীরের সম্পর্ক উন্নয়ন ও মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণ বিষয়ক কর্মসূচী পালন করবে , স্বাধীন তাইওয়ানের অপপ্রয়াসের বিরোধিতা করবে এবং দুই তীরের স্বদেশীয়দের কল্যাণ ও তাইওয়ান প্রণালীর শান্তি অর্জনের জন্য দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের নতুন পরিস্থিতি গড়ে তোলার প্রচেষ্টা চালাবে । (থান ইয়াও খাং)
|