২২ মে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর উদ্যোগে একটি অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশনে সর্ব শক্তি নিয়ে ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে । অধিবেশনে পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও সভাপতিত্ব করেন ।
অধিবেশনে বলা হয়েছে , বর্তমানে ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতার পরিস্থিতি এখনও দুরূহ । ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী কর্তব্য হিসেবে অব্যাহতভাবে চালাতে হবে । এর পাশাপাশি গণ স্বাস্থ্যহানিকর ঘটনা প্রতিরোধ ও দুর্গতদের পুনর্গঠনের কাজও সুষ্ঠুভাবে চালাতে হবে । (থান ইয়াও খাং)
|