বর্তমানে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ভূমিকম্প কবলিত এলাকার বাজার স্থিতিশীল করা এবং পণ্যদ্রব্য সরবরাহের শৃংখলা আবার গড়ে তোলার চেষ্টা করছে । ২২ মে সকাল পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিছুয়ান , কানসু ও শান'শি প্রদেশে ১৭ হাজার দোকান আবার চালু হয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রী ছেন তে মিন ২২ মে পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন ।
তিনি বলেন , সিছুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর বাণিজ্য মন্ত্রণালয় পানি , খাবার , জরুরী উদ্ধার ও ত্রাণ বিষয়ক সরঞ্জামসহ নানা রকম ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতায় ব্যবহার্য সামগ্রী সরবরাহের চেষ্টা করছে । বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরী কাজ হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী গ্রামাঞ্চল ও দুর্গতদের কাছে পাঠানো ।
তিনি বলেন , প্রয়োজন হলে বিভিন্ন বৃহত্ বাণিজ্য কেন্দ্র ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গ্রামীণ দোকানপাট আবার চালু হওয়া উচিত । (থান ইয়াও খাং)
|