২১ মে চীনের ইসলাম ধর্ম সমিতির উদ্যোগে, শুক্রবার জুম্মার নামাজের পর চীনের বিভিন্ন এলাকার মুসলমানগণ ওয়েনছুয়ান ভূমিকম্পে হতাহত মুসলমান ও সকল নিহতদের জন্য মোনাজাত করবে।
জানা গেছে, ভূমিকম্পের পর চীনের ইসলাম ধর্ম সমিতির এটা দ্বিতীয়বারের মতো বিভিন্ন এলাকার ইসলাম ধর্ম সমিতি, মসজিদ ও মুসলমানগণ মোনাজাতে অংশ নেবন।
জানা গেছে, সিছুয়ানের ছিং ছুয়ান ও পিং উসহ বিভিন্ন এলাকায় বহু মুসলমান রয়েছে। জনসাধারণে ভূমিকম্পে হুই জাতির বহু লোক হতাহতসহ কয়েকটি মসজিদ বিনষ্ট বা ধসে পড়েছে। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ দুর্গত মুসলমানদের জন্য মুসলমি খাবারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সম্পদ পাঠিয়েছে।
|