চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়ুন সিয়াও সু ২২ মে পেইচিংয়ে বলেন, ভূ-সম্পদ মন্ত্রণালয় সিছুয়ানের দুর্গত অঞ্চলের দুর্যোগাধীন এলাকা অনুসন্ধ্যান ও ঝুঁকি এড়ানোর কাজ জোরদার করছে।
রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইয়ুন সিয়াও সু বলেন, ভূ-সম্পদ মন্ত্রণালয় প্রথম ৩০০ জনকে নিয়ে গঠিত বিশটিরও বেশি বিশেষজ্ঞ গ্রুপ পাঠিয়েছে। সম্প্রতি আবার দেশজুড়ে ৫০০ জনেরও বেশি বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদকে দুর্গত অঞ্চলে পাঠিয়েছে। তাঁরা সিছুয়ান দুর্গত অঞ্চলের বিপদজনক এলাকা খুঁজে বের করা এবং ঝুঁকি এড়ানোর কাজে সাহায্য করবেন। তাঁদের প্রধান কাজ হবে বর্তমান ভূতাত্বিক পরিবেশ সম্পর্কে জানা, ভূতাত্বিক দুর্যোগ নিয়ে তদন্ত ও পর্যালোচনা এবং দুর্গত অঞ্চলের জনগণের পুনর্বাসনের জন্য স্থান বেছে নেয়ার পরিসেবা প্রদান করা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|