২১ ও ২২ মে কয়েকটি দেশের নেতৃবৃন্দ নিজ নিজ দেশের চীনা দুতাবাসে সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
কিউবার রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান রাউল ক্যাস্ট্রো ২১ মে শোক বইয়ে ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং 'কিউবার জনগণ ও ফিডেল ক্যাস্ট্রোর পক্ষ থেকে নিহতদের আত্মীয়স্বজন, চীনা জনগণ, চীনের কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু মুসা ইয়ার আদুয়া দম্পতি ২১ মে নাইজেরিয়ায় নিযুক্ত চীনা দুতাবাসে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। ইয়ারাদুয়া ২০ লাখ মার্কিন ডলার অনুদান দেয়ার কথাও ঘোষণা করেন।
হাংগেরির প্রধানমন্ত্রী গুরসানি ফারেনক, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মিরেক টপলানেক পৃথক পৃথকভাবে ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
এছাড়া ফিলিপাইন, আইসল্যান্ড ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকরা চীনা দুতাবাসে গিয়ে সিচুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন।
–খোং চিয়া চিয়া
|