v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-22 18:15:25    
চীন-আরব দেশগুলোর সহযোগিতা ফোরাম সংক্রান্ত তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন মানামায় অনুষ্ঠিত

cri

    চীন-আরব দেশগুলোর সহযোগিতা ফোরাম সংক্রান্ত তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২১ মে বাহরাইনের রাজধানি মানামায় শেষ হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি এবং ২২টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রী বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

   সম্মেলন শুরুর আগে, সকল অংশগ্রহণকারী চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানের ভূমিকম্পে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন। এবারের ওয়েন ছুয়ান ভূমিকম্পে অংশগ্রহণকারী বিভিন্ন আরব দেশের প্রতিনিধি দলের প্রধান চীনের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভূমিকম্পে চীন সরকারের ত্রাণ কাজের ভূয়সী প্রশংসা করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াং চিয়ে ছি বলেন, চীন-আরব দেশগুলোর সহযোগিতা ফোরাম ইতোমধ্যেই প্রাথমিকভাবে রাজনৈতিক, আর্থিক ও বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সহযোগিতাকে প্রধান হিসেবে বিবেচনা করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতামূলক কাঠামো গড়ে তুলেছে। এ কাঠামো চীন-আরব দেশগুলোর মধ্যে যৌথ সংলাপ চালানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং বাস্তব সহযোগিতাকে এগিয়ে নেয়ার একটি কার্যকর ব্যবস্থা।

    অংশগ্রহণকারী আরব দেশগুলোর প্রতিনিধিরা মনে করেন যে, চীন-আরব দেশগুলোর সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর ব্যাপকভাবে সম্মান এবং পারস্পরিক উপকারিতামূলক ভিত্তিতে আরব ও চীনের সম্পর্ককে জোরদার করেছে। মধ্য প্রাচ্য সমস্যায় চীন আরও বেশি ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী। এতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বাস্তবায়নের কাজ এগিয়ে যাবে। অংশগ্রহণকারী বিভিন্ন আরব দেশ পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে আয়োজনের শুভকামনা জানিয়েছে।--ওয়াং হাইমান