চীন-আরব দেশগুলোর সহযোগিতা ফোরাম সংক্রান্ত তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২১ মে বাহরাইনের রাজধানি মানামায় শেষ হয়েছে। এ সম্মেলনের পর আরব লীগের মহাসচিব আমর মুসা বলেন, চীন সুষ্ঠুভাবে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে বলে তিনি আস্থাবান এবং এবারের সাফল্যের সঙ্গে অলিম্পিক গেমসের আয়োজন কামনা করেন।
মুসা বলেন, ক্রীড়া সকলের ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। রাজনৈতির সঙ্গে যাকে সম্পৃক্ত করা একেবারেই অনুচিত। আরব দেশগুলোর খেলোয়াড়গণ ইত্সাহের সঙ্গে এবারের পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবেন।
মুসা আরো বলেন, এবারের সম্মেলনে আরব দেশগুলোর অংশগ্রহণকারী প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করেছে।--ওয়াং হাইমান
|