২১ মে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশের সরকার সোয়াত এলাকার সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জানা গেছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশের সরকার ও স্থানীয় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তিন দফা আলোচনা করে। অবশেষে ২১ মে ১৫টি বিষয়বস্তুকে অন্তর্ভূক্ত করে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, সশস্ত্র যোদ্ধারা সামরিক শক্তি পরিহার করবে এবং স্থানীয় সরকার ও ফেডারেশন সরকারের নেতৃত্বকে মেনে নেবে। পাকিস্তানের সশস্ত্র যোদ্ধারা সোয়াত এলাকা থেকে তাদের ধাপে ধাপে প্রত্যাহার করে নেবে।
৩১ মার্চ পাকিস্তানের নতুন সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সরকার সামরিক শক্তি পরিহারের লক্ষ্যে সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে শান্তি আলোচনা করতে আগ্রহী।(লিলু)
|