চীনের গণ কল্যাণ মন্ত্রী লি শুয়েই জ্যু ২১ মে পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, বর্তমানে ভূমিকম্প দুর্গত এলাকার গণ কল্যাণ বিভাগ দুর্গত এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে প্রধান বিষয় হিসেবে স্বাভাবিক জীবনের শৃঙ্খলা যথাশীঘ পুনরুদ্ধার করা এবং দুর্গত এলাকার জনগণের মৌলিক জীবন ধারা সুরক্ষা যথাসাধ্য চেষ্টা করবে।
সারা দেশের গণ কল্যাণ ব্যবস্থার উদ্যোগে ওয়েন ছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকা সাহায্য সংক্রান্ত এক টিভি সাক্ষাত্কারে অধিবেশনে তিনি বলেছেন, ভূমিকম্প দুর্গত এলাকার গণ কল্যাণ বিভাগ দুর্গত লোকদেরকে বাস্তব সাহায্য করা এবং তাদের বিভিন্ন ক্ষেত্রের সমস্যার সমাধান করা উচিত।
২১ মে ১২টা পর্যন্ত সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে ৪১ হাজার তিন শো ৫৩জন নিহত এবং দু'লাখ ৭৪ হাজার ছয় শো ৮৩জন আহত হয়েছে।(লিলু)
|