লেবাননের বিবদমান ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল ২১ মে দোহা বৈঠকে তাদের মধ্যকার দীর্ঘ ১৮ মাসের বিবাদ নিরসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী বিবদমান ক্ষমতাসীন কোয়ালিশন পার্টি ও হেজবুল্লাহর নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল প্রেসিডেণ্ট নির্বাচন, নতুন নির্বাচনী আইন প্রণয়ন ও যৌথ সরকার গঠন করবে। মতভেদ ও সহিংসতার মাধ্যমে মতভেদ মোকাবিলা বন্ধ করার ব্যাপারে দু'পক্ষ রাজি হয়েছে। সরকারের মর্যাদা এবং সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের ব্যাপারেও তারা বৈঠকে আলোচনা করেছে। জানা গেছে, এই চুক্তি অনুযায়ী লেবাননের পার্লামেণ্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেণ্ট নির্বাচিত হবে।
সরকার পন্থী ক্ষমতাসীন কোয়ালিশন পার্টি ও হেজবুল্লাহর নেতারা ১৬ মে রাতে কাতারের রাজধানী দোহায় বৈঠক শুরু করেন।
|