আন্তর্জাতিক সম্প্রদায় এখন অব্যাহতভাবে চীনের ভূমিকম্পে দুর্গ তাদের সমাবেদনা ও ত্রাণ সাহায্য দিয়ে যাচ্ছে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের কাছে সমাবেদনা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্পীকার উ পাং কুও'র কাছে সমাবোদনা জানিয়েছেনঃ জাম্বিয়ার গণ কংগ্রেসের স্পীকার আমুসা কে. মুয়ানামুয়ামবুয়া, ক্যাম্বোডিয়ার গণ কংগ্রেসের স্পীকার হেং সামরিন, সামোয়ার আইন প্রণয়ন সম্মেলনের সম্পীকার টোলোফুয়াই ভালেলে, ইথিওপিয়ার গণ প্রতিনিধি হাউসের স্পীকার টেশোমে টোগা।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র কাছে সমাবেদনা জানিয়েছেনঃ জর্দানের প্রধানমন্ত্রী নাদের আল-জাহাবি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাভি, ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি'র কাছে সমাবেদনা জানিয়েছেনঃ শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামা, সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী জায়নাব হাওয়া বাংগুরা এবং কুক দ্বীপপূঞ্জের পররাষ্ট্রমন্ত্রী উইলকি রাসমুসেন।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের চেয়ারম্যান লেসলি রামসামি, দক্ষিণ-পূর্ব আফ্রিকার অভিন্ন বাজার সংগঠনের ডোপুটি মহাসচিব চুংগু মুয়াইলা, জাতিসংঘ আবাসন ব্যুরোর নির্বাহী পরিচালক আনা টিবাইজুকা এবং চীন-রাশিয়া মৈত্রী শান্তি ও উন্নয়ন কমিটি'র রাশিয়া পক্ষের চেয়ারম্যান লেওনিদ দ্রাছেভস্কি ও তাদের সমাবেদনা জানিয়েছেন।
চীনে ত্রাণ সাহায্য করা দেশ ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যেঃ
বেলজিয়াম সরকারের চীনকে ৪০ টন ত্রাণ সামগ্রী ২১ মে ছেংতু'তে পৌঁছেছে। তাদের একই বিমানে আরো ছিল লুক্সেম্বার্গ ও জার্মানি'র ২০টন ত্রাণ সামগ্রী।
ইউক্রেন সরকার চীনের ভূমিকম্প দুর্গত এলাকায় ১ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার মূল্যের ২৫ টনের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
মরোক্কো ২০ মে চীনের জন্য ১ মিলিয়ন ডলার মূলের জরুরী মানবিক ত্রাণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়া সরকার চীনের জন্য আরো ৪ মিলিয়ন ডলার সম মূলের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দেবে। এতে তাদের দেয়া সাহায্যের পরিমান মোট ৫ মিলিয়ন ডলার হয়েছে।
অস্ট্রিলিয়া সরকার চীনকে আরো ৯.৫ লাখ ডলারের ত্রাণ সাহায্য দেবে। এতে তাদের দেয়া সাহায্যের মোট পরিমান হলো ২ মিলিয়ন অস্ট্রিলিয়া ডলার হয়েছে।
জার্মান সরকার চীন-জার্মানি উন্নয়ন সাহায্য প্রকল্পের ২৫ লাখ ইউরো ত্রাণ সাহায্য হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জার্মান সরকার চীনকে ১৫ লাখ ইউরোর ত্রাণ সাহায্য দিয়েছে।
ব্রিটেন সরকার চীনকে আরো ১ মিলিয়ন পাউন্ড ত্রাণ সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এতে তাদের দেয়া ত্রাণ সাহায্য ২ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।
ইতিলি সরকার চীনকে আরো ৫ লাখ ইউরো ত্রাণ সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে তাদের মোট দেয়া ত্রাণ সামগ্রী ও নগদ অর্থের পরিমান দাড়ানো ২৫ লাখ ইউরো।
সৌদি আরব সরকার চীনকে আরো কিছু ত্রাণ সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ইতোমধ্যেই চীনকে নগদ ৫ কোটি মার্কিন ডলার এবং ১ কোটি মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী দিয়েছে।
রাশিয়ার দেয়া পঞ্চম ও ষষ্ঠ বারের ত্রাণ সামগ্রী ইতোমধ্যেই ছেংতু'তে পৌঁছেছে। (ইয়াং ওয়েই মিং)
|