লেবাননের বিবাদমান ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল ২১ মে দোহায় ঘোষণা করেছে, ১৮ মাস ব্যাপী তাদের মধ্যকার বিবাদের অবসানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জানা গেছে, লেবাননের পার্লামেণ্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেণ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরকার পন্থী ক্ষমতাসীন এ্যালায়েন্স ও হেজবোল্লাহের নেতারা ১৬ মে রাতে কাতারের রাজধানী দোহায় এক বৈঠক করেছেন। এ বৈঠকে প্রেসিডেণ্ট নির্বাচন, নতুন নির্বাচন আইন প্রণয়ন, যৌথ সরকার গঠন এবং হেজবোল্লাহ পার্টিকে নিরস্ত্রীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়।
(ওয়াং তান হোং)
|