চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সম্পাদক ও ভাইস প্রেসিডেণ্ট সি চিন পিং ২১ মে অব্যাহতভাবে সিয়ান সি প্রদেশের ভূমিকম্প এলাকায় দুর্যোগের খোঁজ খবর নিচ্ছেন এবং সরকারী কর্মী ও সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করে যাচ্ছেন।
সি চিন পিং জোর দিয়ে বলেছেন, সবার ওপরে মানুষ সত্য এই দৃষ্টিকোণ থেকে সরকারী কর্মীদের উচিত দুর্গত এলাকার মানুষের সব ধরনের ভোগান্তি দূর করা এবং তাঁদের জীবনযাত্রার উন্নয়ন ও উত্পাদন নিশ্চিত করা।
ল্যু ইয়া জেলায় দুর্গত এলাকার খবর নেওয়ার সময়ে সি চিন পিং বলেছেন, স্থানীয় কর্মীরা ও জরুরি ত্রাণকর্মীদের উচিত ত্রাণকাজ সুষ্ঠুভাবে করা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতকরণসহ ও উত্পাদন ব্যবস্থা শুরু করা।
তিনি আরও বলেন, স্বাস্থ্য প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চালাতে হবে। বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল ও খাদ্যের নিরাপত্তার ওপরে গুরুত্ব আরোপ এবং সংক্রামক রোগ প্রতি রোধ করতে হবে।
(ওয়াং তান হোং)
|