রাশিয়ার প্রেসিডেণ্ট দিমিত্রি মেদভেদেভ ২৩ ও ২৪ মে চীনে রাষ্ট্রীয় সফর করবেন। রাশিয়ার বিজ্ঞান একাডেমীর বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবষণা বিভাগের উপ-পরিচালক গেলাদি ছুফরিন ২০ মে চীনের গণমাধ্যমকে দেয়া এক স্বাক্ষাত্কারে বলেন, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে সুষ্ঠুভাবে চলছে। তা সুপ্রতিবেশীসুলভ ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত।
তিনি বলেন, দিমিত্রি মেদভেদেভের এবারের সফর হচ্ছে প্রেসিডেণ্ট নির্বাচিত হওয়ার পর চীনে প্রথম সফর। এ সফরে চীন ও রাশিয়া দেশ ও জনগণের সমঝোতা ও বন্ধুত্ব জোরদার হবে এবং আঞ্চলীক ও বিশ্বের স্থিতিশীলতার জন্য অনুকূল হবে। তিনি বলেন, গত কয়েক বছর, চীন-রাশিয়া সম্পর্কের লক্ষণীয় উন্নতি হয়েছে। সীমান্ত সমস্যা সাফল্যের সঙ্গে সমাধানের পাশাপাশি দু'পক্ষ রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করেছে। দু'দেশে অনুষ্ঠিত পারস্পরিক বর্ষ উত্সবে দু'দেশের মানুষের সমঝোতা জোরদার হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলীক ব্যাপারে দু'দেশ প্রায় একই দৃষ্টিভঙ্গি পোষণ করে জাতিসংঘ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবকাঠামোয় গভীর সহযোগিতা করেছে। দু'দেশের আঞ্চলীক সহযোগিতার ভবিষ্যত খুব উজ্জ্বল বলে তিনি আশাবাদী।
চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্পের খবর জেনে তিনি তার সমবেদনা বার্তা পাঠিয়েছেন। ভূমিকম্প এলাকায় রাশিয়া দ্রুত একটি উদ্ধারকারী দল এবং ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এ সম্পর্কে গেনাদি ছুফরিন বলেন, তাতে চীন-রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।
(ওয়াং তান হোং)
|