চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী লি হুই পেইচিং-এ এক সংবাদ ব্রিফিং-এ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ মাসে তার সফর চারটি লক্ষ্য বাস্তবায়ন করা হবে।
এ চারটি লক্ষ্য হচ্ছেঃ চীন-রাশিয়ার নেতাদের পরবর্তী সুষ্ঠু কর্ম সম্পর্ক ও ব্যক্তিগত মৈত্রী প্রতিষ্ঠা, চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে উচ্চ মান উন্নীত এবং সুষ্ঠু ও গভীরভাবে উন্নয়ন সাধন। এক সঙ্গে ভবিষ্যতে চীন-রাশিয়া সম্পর্কের লক্ষ্য ও দিক নির্দেশনা নিশ্চিত করা। অব্যাহতভাবে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, প্রতিপক্ষের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূভাগীয় অখন্ডতা ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যায় একে অপরকে দৃঢ় সমর্থন দেয়া এবং বাস্তব সহযোগিতাকে আয়ে গভীরতর করা।
২৩ ও ২৪ মে মেদভেদেভ চীন সফর করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর মেদভেদেভের এটাই প্রথম সি আই এসের বাইরের দেশ সফর।
লি হুই বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও মেদভেদেভের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ে ও ভাষণ দেবেন।–খোং চিয়া চিয়া
|