|
চীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ ও জনসাধারণের জীবনযাত্রা সুনিশ্চিত করার চেষ্টা করছে।
২০ মে চীনের রাষ্ট্রীয় পরিষদের সংবাদ কার্যালয় সুত্রে জানা গেছে, ২০ মে বেলা ২টা পর্যন্ত চীনের সি ছুয়ান ভূমিকম্প কবলিত এলাকার ৮টি গুরুতর দুর্গত জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হয়েছে। দুর্গত এলাকার প্রধান প্রধান খাদ্যের দাম স্থিতিশীল রয়েছে। ২০ মে চীনের অর্থ কেন্দ্র সি ছুয়ান, কানসু, শানসি, ছুং ছিং এবং ইউন নান দুর্গত এলাকার জনসাধারণের জীবনযাত্রার সাহায্য হিসেবে মোট ২৫০ কোটি ইউয়ান জরুরী বরাদ্দ দিয়েছে।
২০ মে বেলা ১টা পর্যন্ত দেশের বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে ১৩৯০ কোটি ইউয়ানের নগদ অর্থ ও সামগ্রী সাহায্য হিসেবে পাওয়া গেছে, এর মধ্যে নগদ ত্রাণ সাহায্য রয়েছে ১২৫০ কোটি ইউয়ান।
২০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ানে ভূমিকম্পে মোট ৪০০৭৫জন নিহত হয় এবং ২.৪ লাখ মানুষ আহত হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|