|
 |
(GMT+08:00)
2008-05-20 19:48:37
|
" ডিসকভারি" নভোখেয়াযান ৩১ মে উতক্ষেপিত হবে
cri
স্থানীয় সময় ১৯ মে বিকালে যুক্তরাষ্ট্রের মহাকাশ ব্যুরো এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছে, ধারাবাহিক উড্ডয়ন মূল্যায়নের পর আগামী ৩১ মে “ ডিসকভারি” নভোখেয়াযান উতক্ষেপন করা হবে ।
এবার “ডিসকভারি” নভোখেয়াযান মহাকাশে একটানা ১৪ দিন অবস্থান করবে । মহাশুণ্য কেন্দ্রে জাপানের তৈরি “ কিবো” পরীক্ষা কক্ষের প্রধান অঙ্গ---চাপ বাড়ানোর কক্ষ পাঠানো এবার “ডিসকভারি” নভোখেয়াযান উতক্ষেপনের লক্ষ্য। মহাশুণ্য কেন্দ্র স্থাপনের ইতিহাসে এবারের পাঠানো যন্ত্রাংশ হচ্ছে বৃহত্তম যন্ত্রাংশ। নভোখেয়াযান মহাকাশে পৌঁছানোর পর নভোচারীরা তিনবার মহাশূণ্যে বিচরন করবেন।
|
|
|