মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কোরীয় পরমাণু কর্মসূচী সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ১৯ মে সফররত দক্ষিণ কোরিয়ার নেতা কিম সুক ও জাপানের প্রতিনিধি দলের নেতা সাইকি আকিতাকার সঙ্গে বৈঠকের পর বলেছেন, কোরীয় কর্মসূচীতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে । তিনি আরও বলেন, তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং কোরীয় পরমাণু কর্মসূচী সম্পর্কে কার্যক্রম প্রণয়ন করা হয়েছে ।
উত্তর কোরিয়া গত ৮ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কোরিয়া বিষয়ক পরিচালক কিম সুং এর কাছে তাদের পরমাণু পরিকল্পনা সংক্রান্ত দলিল হস্তান্তর করেছে । বতর্মানে যুক্তরাষ্ট্র এ সব দলিলগুলো পযার্লোচনা করে দেখাছে।
|