ইসরাইলের সংশ্লিষ্ট পক্ষ সরকারের প্রাসঙ্গিক বিধি উপেক্ষা করে হামাসের সঙ্গে প্রত্যক্ষ সংলাপ চালাচ্ছে বলে ১৯ মে ইসরাইলের প্রধানমন্ত্রী হাইম র্যামন সমালোচনা করেছেন।
গত বছর জুন মাসে হামাস গাজা অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর পর থেকে ইসরাইল তথাকথিত " রাজনৈতিক অবরোধ" কার্যকর করে হামাসের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বিছিন্ন করে দেয়। ইসরাইল সরকারের বিধি অনুযায়ী, ইসরাইলকে স্বীকার না করা, সহিংসতা বর্জন না করা এবং এর আগে দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তিকে স্বীকৃতি না দেয়া পযর্ন্ত ইসরাইল হামাসের সঙ্গে প্রত্যক্ষ সংলাপ করতে পারে না।
১৯ মে কাদিমার পার্লামোন্ট অধিবেশনে র্যামন এর সমালোচনা করেন। এর পাশাপাশি তিনি আশা করেন, ইসরাইল সরকার যত তাড়াতাড়ি সম্ভব গাজা অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট পরিকল্পনা নেবে । এটা হল হামাসের সঙ্গে ইসরাইলের প্রত্যক্ষ যোগাযোগ সম্পর্কিত ইসরাইলের উচ্চ পদস্থ কোন কর্মকর্তার প্রথমবারের মত স্বীকৃতি।
|