চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, ২০ মে বেলা ২টা পর্যন্ত চীনের বিভিন্ন পর্যায়ের সরকার ভূমিকম্প কবলিক এলাকার জন্য মোট ১১৭২ কোটি ৭০ লাখ ইউয়ান আর্তিক অর্থ সাহায্য দিয়েছে।
২০ মে ১২টা পর্যন্ত সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে রিক্টর স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে সি ছুয়ান, শানসি, ছুং ছিং, ইউন নান, হু পেই, হো নান, কুই চৌ ও হু নানসহ ৯টি অঞ্চলে মোট ৩৪০৭৪ জন নিহত এবং ২.৪ লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। ১৯ মে রাত ১২টা পর্যন্ত মোট ৩.৬ লাখ দুর্গত লোককে উদ্ধার এবং স্থানান্তরিত করা হয়।
চীনের বেসামরিক মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২০ মে চেলা ১টা পর্যন্ত সমাজের বিভিন্ন সম্প্রদায় মোট ১৩৯০ কোটি ইউয়ান আর্থিক ও সামগ্রী সাহায্য করেছে। এর মধ্যে নগদ অর্থ ১২৫০ কোটি ইউয়ান। (ইয়াং ওয়েই মিং)
|