চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ মে পেইচিংয়ে বলেছেন, চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমাবেদনা ও সাহায্য শুধু বাস্তব ত্রাণসামগ্রীই নয়, তা চীনের সকল মানুষের মর্মকে উদ্দিপীত করেছে। চীন সরকার ও জনগণ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ছিন কাং বলেন, কষ্টের সময় বন্ধুর সত্যিকার অনুভূতি অনুভব করা যায়। এ সমাবেদনা ও সাহায্যে মধ্যে রয়েছে চীনের জনগণের প্রতি বিশ্বের বিভিন্ন সরকার ও জনগণের বন্ধুত্ব ও মানবিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। চীন সরকার ও জনগণ এ জন্য খুবই কৃতজ্ঞ। চীন সরকারের দৃঢ় নেতৃত্বে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থনে চীনের জনগণ ঐকবদ্ধ হয়ে যে কোনো ধরনের সমস্যাকে অতিক্রম করতে পারবে এবং এ ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণকাজের সাফল্য অর্জনে সক্ষম হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৬টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থা চীনের প্রতি সমাবেদনা জানিয়েছে। চীনে একশটিরও বেশী বিদেশী দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কার্যালয় তাদের পতাকা অর্ধ নমিত করে শোক প্রকাশ করেছে। জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর পেশাদার উদ্ধারকারী দল পাঠিয়েছে। জার্মানি, ইতালি রাশিয়া ও জাপানের চিকিত্সক দল গ্রহণের ব্যাপারে চীন রাজি হয়েছে। (ওয়াং তান হোং)
|