v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-20 19:08:08    
সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান প্রবল ভূমিকম্পে আহতদের অন্য প্রদেশে পাঠানো হচ্ছে

cri
    ১৯ মে সন্ধ্যাবেলায় সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলার ভয়াবহ ভূমিকম্পে আহত ২০৮জন ও ৬০জন চিকিত্সা কর্মী বহনকারী একটি বিশেষ রেলগাড়ী ছুন ছিং রেল স্টেশনে প্রবেশ করে । ভয়াবহ ভূমিকম্পের পর এই প্রথমবার বিশেষ রেল গাড়ী পাঠিয়ে আহত ব্যক্তিদের ছুন ছিংয়ের বড় বড় হাসপাতালে পাঠানো হলো । এবার বেশির ভাগ আহত মানুষ মিয়েন ইয়ান শহর থেকে এসেছে । ভূমিকম্পে মিয়েন ইয়ান শহরের গুরুতর ক্ষতি হয়েছে । শহরের হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে । তবে হাসপাতালগুলোতে বেডের অভাবে সব আহত মানুষ ঠিকমতো চিকিত্সা পাচ্ছে না । তাই ১৮ মে থেকে মিয়েন ইয়ান শহরের ৯টি হাসপাতাল এবং চিয়ান ইউ শহর ও আন জেলার ২১০০ জন আহত মানুষকে ছুন ছিংয়ে পাঠানো শুরু হয়েছে ।

    আহত ব্যক্তিদের নিরাপদে ছুনছিংয়ে পাঠানোর জন্য স্থানীয় রেল বিভাগ আহতদের বহনকারী বগিগুলো জীবনুমুক্ত করেছে এবং রেলগাড়ীতে জরুরী চিকিত্সার সরঞ্জাম রেখেছে । রেলগাড়ীর সব ক্রু রেকক্রস সমিতির প্রশিক্ষণ নিয়েছেন , গাড়ীতে ডাক্তার ছাড়াও প্রত্যেক আহত ব্যক্তির পাশে একজন করে পরিবারের সদস্য বা আত্মীয় রয়েছেন ।

    রেলগাড়ী ছুন ছিং রেল স্টেশনেপৌছার আগে ছুন ছিং শহরের কয়েক শ' চিকিত্সা কর্মী ও ২০৮টি এন্বুল্যান্স আগে থেকেই রেল স্টেশনেআহত মানুষদের জন্য অপেক্ষা করে । তারা আহতদের ছুন ছিংয়ের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাবে । ছুন ছিংয়ের ষষ্ঠ নম্বর হাসপাতালের ডাক্তার লি সুয়ে ছুন বলেন , রেলগাড়িতে অনেক ডাক্তার আছে বলে আহত ব্যক্তিদের অবস্থা ভালো । প্রথমে সংক্রামক বিভাগের ডাক্তার আহতদের পরীক্ষা করবেন । সংক্রামক রোগীদের বিশেষ হাসপাতালে পাঠানো হবে , বাকি সব আহতদের ছুনছিংয়ের বিভিন্ন বড় বড় হাসপাতালে পাঠানো হবে ।

    ডাক্তার লি আরো বলেন , বিভিন্ন হাসপাতালে পাঠানোর পর হাসপাতালগুলো প্রত্যেক রোগীর জন্য একটি চিকিত্সা গ্রুপ গঠন করবে। চিকিত্সা গ্রুপ ডাক্তার , নার্স ও স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত । হাসপাতাল ভর্তির সঙ্গে সঙ্গে রোগীদের চিকিত্সা শুরু হয়েছে । এদের মধ্যে পাঁচজন ঘাড় ভেঙে যাওয়া রোগী । অল্প সময়ের মধ্যেই তাদের অস্ত্রোপচার করা হবে । ছুন ছিং শহরের এক নম্বর হাসপাতালের প্রধান ইয়াং ছিং চুন বলেন , এ পাঁচজন রোগীর গায়ের বেশ কয়েক জায়গায় হাড় ভাঙ্গা রয়েছে বলে তাদের এখনি অস্ত্রোপচার করা প্রয়োজন । আমরা এখন অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছি । আগামীকাল সকালে অস্ত্রোপচার শুরু হবে।

    ছুন ছিং শহর হলো ভূমিকম্পে আহত ব্যক্তিদের স্থানান্তরের প্রথম শহর । যে সব আহত মানুষের অবস্থা আশংকাজনক , তাদেরকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে । চিকিত্সার পর অনেক আহত ব্যক্তির অবস্থা উন্নতির দিকে । মিয়েন চু থেকে আসা আহত ব্যক্তি হোও সুন ছি বলেন , আমি আশা করি সব আহত মানুষ চিকিত্সা কর্মীদের চেষ্টায় সুস্থ হবেন ।

    এখন ভূমিকম্পে আহতদের ছুন ছিংয়ের বড় বড় হাসপাতালে পাঠানো হয়েছে । কিন্তু আহতদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের প্রায় এক শ'টি কমিউনিটি হাসপাতালও আহতদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ছুন ছিং শহরের স্বাস্থ্য ব্যুরোর প্রধান ছু ছিয়েন বলেন , আমরা ছুন ছিং শহরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার বেড প্রস্তুত করেছি এবং যে কোনো সময় আহতদের গ্রহণ করতে পারি । আগামী কয়েক দিনে দেড় হাজার আহত ব্যক্তিকেছুনছিংয়ে পাঠানো হবে । ছুনছিং ছাড়া সান সি , ইউ নান ও কুই চৌ প্রদেশের হাসপাতালগুলোও ভূমিকম্প আহতদের গ্রহণ করবে ।

    জানা গেছে , ওয়েন ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলের কমপক্ষে আরো২০ হাজার আহত ব্যক্তিকেঅন্য প্রদেশে পাঠানো হবে । ২০ ও ২১ মে দশটি রেলগাড়ী এ সব আহত মানুষকে এ সব প্রদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাবে ।